আন্তর্জাতিক ডেস্ক : প্রতিনিধি পরিষদে অভিশংসিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটে নিজের বিচার দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন।
সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা কিভাবে বিচার প্রক্রিয়া পরিচালনা করবে তা জানার আগ পর্যন্ত অভিশংসন হস্তান্তর করা হবে না- প্রতিনিধি পরিষদে স্পিকার ন্যান্সি পেলোসির এই ঘোষণার পর ট্রাম্প শুক্রবার টুইটে এ দাবি জানান।
ট্রাম্প তার টুইটে বলেছেন, ‘ডেমোক্র্যাটরা আমাকে কোনো নির্ধারিত প্রক্রিয়া,আইনজীবী, প্রত্যক্ষদর্শী কিছুই না দেয়ার পর তারা এখন সিনেটে কীভাবে বিচার হবে সেটাও বলতে চায়। আসলে তাদের কাছে বিন্দুমাত্র প্রমাণ নেই, তারা কোনো কিছুই দেখাতে পারে নি, কোনো কালেও তারা দেখাতে পারবে না। তারা উচ্ছেদ চায়। আমি দ্রুত বিচার চাই’।
ক্ষমতার অপব্যবহারসহ দুটি অভিযোগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে বুধবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিধি পরিষদ থেকে অভিশংসনের প্রস্তাব সিনেটে আনুষ্ঠানিকভাবে পাঠানোর পর জানুয়ারিতে ট্রাম্পের বিচার শুরু হওয়ার কথা। তবে বিচারের জন্য সিনেট আনুষ্ঠানিকভাবে প্রস্তাব কবে পাঠাবেন অভিশংসনের পর স্পিকার ন্যান্সি পেলোসি সেই তথ্য দিতে অস্বীকৃতি জানান।