নালিতাবাড়ী (শেরপুর) : গণতান্ত্রিক আন্দোলনের মহানায়ক শহীদ নুর হোসেন দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শহরের কাচারীপাড়া রোডস্থ কার্যালয় চত্বরে জাতীয় শ্রমিক লীগ নালিতাবাড়ী শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। প্রধান অতিথি তার বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নুর হোসেনের অবদানের কথা তুলে ধরেন এবং ১৯৮৭ সালের সেই ১০ নভেম্বরে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নুর হোসেনের নেতৃত্বে তাঁর অংশগ্রহণের সেই ঐতিহাসিক ঘটনার বর্ণনা দেন। এসময় তিঁনি তরুণ-যুব সমাজকে উদ্দেশ্য করে নুর হোসেনের আদর্শ ধারণ করে সর্বক্ষেত্রে গণতন্ত্র চর্চার আহবান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিপ্লব বর্মণ, সহ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকাব্বর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্পাদক রেজাউল করিম, মরিচপুরাণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার ফরিদ, নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নাকুগাঁও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রহুল আমিন, সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।