নালিতাবাড়ী (শেরপুর) : ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুরের নালিতাবাড়ি শাখায় এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নালিতাবাড়ি শহরের গড়কান্দাস্থ আতিয়া কমপ্লেক্সের নিচ তলায় এ বুধ উদ্বোধন করা হয়। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান বসির আহাম্মদ এর সভাপতিত্বে বুথ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান এএএম মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড নালিতাবাড়ি শাখার ব্যবস্থাপক কৃষিবিদ মকবুল হোসেন। এটিএম ও সিআরএম বুথটি চালুর ফলে এখন থেকে এ ব্যাংকের গ্রাহকরা ২২ ধরণের সেবা পাবেন বলে জানানো হয়। বিশেষ করে, কোনপ্রকার ফি ছাড়া সিআরএম এর মাধ্যমে যে কোন স্থানে শুধুমাত্র কোড ব্যবহার করে এটিএম কার্ড ছাড়াই আর্থিক লেনদেন করা যাবে বলেও জানানো হয়।