শেরপুর : শেরপুরে বেডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে সদর উপজেলার বাজিতখিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাজিতখিলা এলাকার যুবক আরিফ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তার বন্ধুদের সাথে বেডমিন্টন খেলতে যায়। খেলার আগে বৈদ্যুতিক বাল্বের বোর্ডে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসতর্কতাবশত আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।