ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে তাহিরা খাতুন নামে তিন বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে সদর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আমিনুল ইসলামের কন্যা।
জানা গেছে, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে সবার অজান্তে নিখোঁজ হয় শিশু তাহিরা খাতুন। একপর্যায়ে তাকে দেখতে না পেরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের একটি পুকুরে শিশু তাহিরাকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।