1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

আর কোনো ভোট পেছাবে না নির্বাচন কমিশন

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও আর কোনো নির্বাচন পেছাবে না কমিশন। একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ডিসেম্বরে কয়েক ধাপে পৌরসভা নির্বাচন শুরুর পর মার্চ থেকে ধাপে ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

নির্বাচন কমিশন বলছে, আইনী বাধ্যবাধকতার কারণে মেয়াদের মধ্যেই শেষ হবে সব ভোট। পৌরসভার পর ইউনিয়নেও ভোট হবে হবে ইভিএম পদ্ধতিতে। পাঁচ বছর পর আবারো নির্বাচন ঘিরে ব্যস্ততা বেড়েছে দেশের পৌর এলাকাগুলোতে। সব শেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় পৌরসভা নির্বাচন।

এবার যখন পৌর নির্বাচনের মেয়াদ শেষ, তখন করোনা মহামারী দেশজুরে। কোথাও কোথাও নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেও শেষ পর্যন্ত মেয়াদের মধ্যেই ভোট আয়োজনের কাজ শুরু করেছে কমিশন। মেয়াদ পূর্ণ হওয়া প্রায় তিনশো পৌরসভার ভোট। ডিসেম্বরে শুরু হয়ে তিন থেকে চার ধাপে শেষ হবে ভোট। মার্চের প্রথম সপ্তাহেই মেয়াদ শেষ হওয়া সবগুলোতে ভোট করতে চায় কমিশন।

পৌরসভার পর মার্চেই শুরু হবে ইউনিয়ন পরিষদের ভোট। গত বারের মতো এবারো ভোট হবে পাঁচ থেকে ছয় ধাপে। ৪ হাজার ৫৭১ টি ইউনিয়নের মধ্যে যেগুলোর মেয়াদ শেষ হবে সেগুলোর ভোট হবে আগে। পৌরসভার মতো ইউনয়ন পরিষদের ভোটও ইভিএম এ করতে চায় কমিশন। তবে, সক্ষমতা বিবেচনায় সব ইউনিয়নে ভোট করার মতো প্রস্তুতিও নেই। গতবারের মতো এবারো স্থানীয় সরকারের সব নির্বাচনই হবে দলীয় প্রতীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com