শ্রীবরদী (শেরপুর) : ”ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজিৎ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জুলফিকার সাইফ, ডা. আমির হোসেন, ডা. শাহনাজ কবির, ডা. রুনিয়া ইসরাত, স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হোসন মানিক প্রমুখ।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।