রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার কৃতি সন্তান সাবেক কেন্দ্রিয় যুবলীগের সহ-সম্পাদক এ্যাডভোকেট শামিম আল-সাইফুল সোহাগকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কলাপাড়ায় যুবলীগের আনন্দ মিছিল।
শনিবার সন্ধ্যায় উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আওয়ামী দলীয় কার্যলয়ের সামনে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, কলাপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসানুর রহমান রিমু, পৌর যুবলীগের সহসভাপতি শেখ যুবরাজ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু, মো.আল-আমিন হাওলাদার, নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক একরামিন, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ইলিয়াস, যুগ্ম-সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাহিদ, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম বাবু, মো. হাবিব, মো: কিবরিয়াসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী।