কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মো: কাওসার আলম (২৫) নামে এক পর্যটককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
শনিবার ঢাকা-কলাপাড়া গামী এম.ভি এডভেঞ্চার-১১ নামে যাত্রীবাহি একটি লঞ্চে এ ঘটনা ঘটে। সে বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের মাষ্টার’র ছাত্র। সে চাঁদপুর জেলার তালতলী উপজেলার কচুয়া গ্রামের আবুল হাশেমের ছেলে। কাওসার আলমের ব্যবহৃত মোবাইল ফোনসহ কি পরিমাণ টাকা নিয়ে গেছে তা জানা যায়নি।
কাওসার আলমের বড় ভাই আবদুল হাই জানান, শুক্রবার রাতে সে চাঁদপুর থেকে কলাপাড়ার লঞ্চে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা করে। ঘটনা শুনে কলাপাড়ায় লোক পাঠিয়েছেন।
কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক আসাদুর রহমান জানান, বিষয়টি কেউই তাদের জানায়নি, হাসপাতালে লোক পাঠানো হয়েছে।