বাংলার কাগজ ডেস্ক: ঢাকার চারপাশের নদী দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য গঠিত মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির সভার আয়োজন করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এ সভা। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম সভায় সভাপতিত্ব করবেন।
সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।