বাংলার কাগজ ডেস্ক: বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে দুই একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হবে। খুব শিগগিরই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ক্যাম্পে করোনা টেস্টের স্যাম্পলিং বুথ স্থাপন করা হবে।