1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

নাকুগাঁও-কিল্লাপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের নাকুগাঁও স্থলবন্দরের ওপারে ভারতের তুরা জেলার কিল্লাপাড়ায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলঅ সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা এ সভা অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারণে দীর্ঘদিন পর সেক্টর পর্যায়ে দু’দেশের শীর্ষ সেনা কর্মকর্তারা এ মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় সীমান্ত হত্যা বন্ধ, মাদক, চোরাচালান ও অবৈধ চলাচল বন্ধে দু’দেশের সেনা কর্মকর্তারা অভিন্ন মত প্রকাশ করেছেন বলে জানা গেছে।
বিজিবি ময়মনসিংহ অঞ্চলের জি টু মেজর ইকবাল আহমেদ জানান, “ইতোপূর্বে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে নিয়মিত বৈঠক হতো। কিন্তু করোনা মহামারীর কারণে কয়েকমাস এ ধরণের বৈঠক বন্ধ ছিল। নিয়মিত বৈঠকের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের পক্ষে সভায় নেতৃত্ব দেন বিজিবি ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার কর্ণেল মাহমুদুর রহমান। ভারতের নেতৃত্ব দেন তুরা সেক্টর কমান্ডার ডিআইজি সুরিয়া কান্ত। এছাড়া ময়মনসিংহ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল তৌহিদ মাহমুদ, জামালপুরের ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল আজাদ, বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সুকুমার পাটনায়েকসহ দু’দেশের শীর্ষ সেনা কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com