নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর দুই কন্যাশিশুকে একসঙ্গে যৌন হয়রানীর অভিযোগ প্রমাণিত হওয়ায় ছলিম উদ্দিন (৬৩) নামে এক বৃদ্ধের দশ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আক্তারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, গত ২০১২ সালের ২১ মে বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের ছলিম উদ্দিন (তখন বয়স ৫৫) একই গ্রামের নূর নবী ও লাভলু মিয়ার ৫ এবং ৪ বছর বয়সী দুই কন্যা শিশুকে কালাই হাতে দিয়ে কৌশলে ডেকে নেয়। তারপর নিজের রান্নাঘরের দরজা বন্ধ করে শিশুদের পড়নের কাপড় খোলে বিকৃত যৌনাচার করে। এসময় বিষয়টি আশপাশের লোকজন টের পেলে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হলে কিছুদিন কারাভোগের পর অভিযুক্ত ছলিম উদ্দিন জামিনে বেড়িয়ে আসে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২৩ নভেম্বর সোমবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আক্তারুজ্জামান অভিযুক্ত ছলিম উদ্দিনকে তার উপস্থিতিতে দশ বছরের সশ্রম কারাদন্ড, দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড প্রদান করে রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, যৌন হয়রানীর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ আইনের ধারা অনুযায়ী অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে।