শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার করেছে। গত ২১ নভেম্বর ঢাকা’র এয়ারপোর্ট ও দক্ষিণ খান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর গ্রামের ফাহাজ উদ্দিনের ছেলে মোন্তাজ আলী (৬০) ও জানকিখিলা গ্রামের সোলাইমানের ছেলে সুজন মিয়া (৩০)। শ্রীবরদী থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের দিক নির্দেশনায় এসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০২ সালের জিআর মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোন্তাজ আলী ও ২০১০ সালের সিআর মামলায় এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুজন মিয়া দীর্ঘদিন যাবত ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের ধরতে অভিযানে নামে শ্রীবরদী থানা পুলিশ। ২১ নভেম্বর শনিবার এয়ারপোর্ট ও দক্ষিণ খান এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ফাহাজ ও সুজনকে আটক করে শ্রীবরদী থানায় নিয়ে আসে। পরে ২২ নভেম্বর রবিবার দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়।