নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে শামছুল হক নামে আশি বছর বয়সী এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম কাপাসিয়া গ্রামের নিজ ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃদ্ধ শামছুল হক সরকারের ৩ ছেলে এবং ৪ মেয়ের সবাই বিয়েসাদি করে আলাদা সংসার করে পৃথক জায়গায় বসবাস করছে। একমাত্র স্ত্রী ফাতেমা বেগম জীবিকার তাগিদে ঢাকার একটি গার্মেন্টে কাজ করেন। ফলে বৃদ্ধ শামছুল হক একাই নিজ বাড়িতে থাকতেন।
বুধবার দুপুরে বাড়ির কাছাকাছি বিয়ে দেওয়া মেয়ে কাইছমতি বেগম বৃদ্ধ পিতার জন্য গাভীর দুধ দিয়ে কাজের ছেলে হাসানকে পাঠান। হাসান বৃদ্ধ শামছুল হকের বাড়ি এসে ঘরের দরজা খোলা দেখতে পায়। পরে দরজায় উঁকি দিতেই মেঝেতে পা বাঁধা ও গলাকাটা মরদেহ দেখে চিৎকার দেয়। এসময় আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে লাশ উদ্ধার করে। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এনায়েত উল্লাহ, নওশেদ আলী ও আব্দুর রহমানসহ এলাকাবাসীর অনেকেই জানিয়েছেন প্রতিবেশি আব্দুস সালাম গংদের সাথে নিহত বৃদ্ধ শামছুল হকের প্রায় ২৫ কাঠা (১২৫ শতক) জমি নিয়ে অন্তত ত্রিশ বছর ধরে বিরোধ চলছিল। ইতিমধ্যেই সালাম শামছুল হকের বেশকিছু জমি জোরপূর্বক দখলেও নিয়েছে। এছাড়া শামছুল হকের কারও সাথে কোন মনোমালিন্য পর্যন্ত নেই। এমতাবস্থায় জমি সংক্রান্ত বিরোধেই এমন হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে তাদের ধারণা। বৃদ্ধের মরদেহ উদ্ধারের পরপরই আব্দুস সালামের বাড়ির সবাই গা ঢাকা দিয়েছে।