শেরপুর : দেড়শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী ও প্রচীণ শেরপুর পৌরসভার আয়োজনে ‘শেরপুর পৌরসভা যাদুঘর’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে পৌরসভার পুরাতন ভবন ‘চারু ভবন’ এর ভিতর এ যাদুঘরের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিপি চন্দন কুমার পাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, পৌর কাউন্সিলর, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যাদুঘরে দেড়শত বছরের পুরোনো শেরপুর পৌর সভার দূর্লভ আসবাসপত্র, মুক্তিযুদ্ধের স্মৃতিময় নানা ছবি, গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন জিনসিপত্র সংরক্ষণ করা হয়েছে।