আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছে। শনিবার দেশটির গজনি প্রদেশের গজনি শহরে এ ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যে স্থানে হামলার ঘটনা ঘটেছে সেখানে সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে নিয়মিত লড়াই হয়। তবে এমন সময় এই হামলার খবর এলো, যখন প্রায় দুই দশক ধরে লড়াই অবসানের জন্য সরকারি বাহিনী ও তালেবান শান্তিচুক্তিতে পৌঁছার চেষ্টা করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে।
গজনি সরকারের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা বলেন, ‘বোমা হামলাকারী একটি হামভি গাড়ি সেনাঘাঁটির ভেতরে ডানপাশ দিয়ে প্রবেশ করে এবং বিস্ফোরণ ঘটায়।’