আন্তর্জাতিক ডেস্ক : কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীরা রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে গেছে। তারা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভের পরিকল্পনা করছে বরে পিটিআইয়ের নেতারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ব্যারিকেড হিসেবে রাখা কনটেইনার টপকে পিটিআইয়ের শত শত সমর্থক ইসলামাবাদের ডি-চক এলাকায় পৌঁছে গেছে। এই এলাকাতেই পাকিস্তানের পার্লামেন্ট ভবন অবস্থিত। এছাড়া সুপ্রিম কোর্ট, সচিবালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তর এই এলাকায় অবস্থিত বলে এটি রেড জোন হিসেবে চিহ্নিত।
পিটিআই-এর একজন মুখপাত্র বলেছেন, সমর্থকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংসদের বাইরে বসার পরিকল্পনা করছেন।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন বিবিসি নিউজকে জানিয়েছেন, বিক্ষোভকারীরা ডি-চকে পৌঁছেছে। পুলিশ ও আধাসামরিক বাহিনী তাদের আটকায়নি বলে দাবি করেছেন তিনি।