শ্রীবরদী (শেরপুর) : আসন্ন শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের মুন্সীপাড়া মহল্লায় আমের আলীর বাড়ির উঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলমগীর হোসেন। তিনি বলেন, আমি বিগত নির্বাচনগুলোতেও মনোনয়ন চেয়েছিলাম। বিভিন্ন কারণ দেখিয়ে উপজেলা ও জেলা আওয়ামীলীগ আমাকে মনোনয়ন দেয়নি। এর পরেও আমি যে মনোনয়ন পেয়েছে তার পক্ষেই নির্বাচনী প্রচার প্রচারণা ও কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছি। নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে বিজয়ী করতে আমার অগ্রণী ভূমিকা ছিল। আমি ছাত্রলীগ থেকে রাজনীতিতে এসেছি। আমরা যে সময় রাজনীতি করেছি সে সময় শ্রীবরদী বাজারে আওয়ামীলীগের পক্ষে কথা বলার মতো আমরাই ছিলাম প্রথম সারিতে। আমি ছাত্রলীগের দুই দুইবার সাধারণ সম্পাদক ও দুই দুইবার সভাপতি এবং যুবলীগের দুই দুইবার সাধারণ সম্পাদক ছিলাম। আওয়ামীলীগের রাজনীতি করতে এসে জীবনে অনেকবার মামলা ও হামলার শিকার হয়েছি। ৯০ এর গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের শ্রীবরদী উপজেলার যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সদস্য ছিলাম। আমি মানুষের জন্য রাজনীতি করি। কেউ কোনো সমস্যায় পড়লে আমি তার সহযোগিতায় এগিয়ে আসি। আমার রাজনৈতিক জীবনে আমি কোনো দুর্নীতি করি নাই। এ জন্য এবারো মনোনয়নের জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা সমর্থন দিলে আমি অবশ্যই নৌকার মনোনয়ন পাবো। আমি নৌকা পেলে অবশ্যই বিজয়ী হবো। আমি মেয়র হলে ঘুষ, দর্নীতি দূর করে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি আছি। আমি থাকবো। দল অবশ্যই আমাকেই মনোনয়ন দিবে এটা আমার দৃঢ় বিশ্বাস।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা হুদা মিয়া। বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য জান্নাতুল ইসলাম টুটুল, মাহমুদুল আলম দুলাল মাষ্টার, কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম বুদু, হাবিবুর রহমান হবি, নান্ডা মিয়া, দোলোয়ারা বেগম দুলা, লাভলী বেগম, ব্যবসায়ী সুজন মিয়া, চান মিয়া, মজিবর রহমান, ইউসুফ আলী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, পৌরসভা গঠনের পর থেকে আমাদের এলাকায় কোনো উন্নয়ন মূলক কাজ হয়নি। এজন্য এবার আমরা এলাকার প্রার্থী আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেনকে বিজয়ী করবো।