1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

২ কেজি সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর সীমান্তে মোট ২ কেজি ওজনের ১৮টি সোনার বারসহ নুর হোসেন (৪৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মুজিবনগর সীমান্তে সীমান্ত পিলার ১০৪/৫-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়।

আটক নূর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখ ছেলে বলে নিশ্চিত করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুজিবনগর মাঠের মধ্যে দিয়ে স্বর্ণ চালান করা হবে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেন বিজিবির মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলামসহ তার সঙ্গে থাকা ফোর্স। সন্দেহভাজন এক ব্যক্তি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করেন বিজিবির সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করে সে। বিজিবি তার পেছনে ধাওয়া করে। পরে মাঠের মধ্য থেকে আটক করা হয় নুর হোসেনকে। তার শরীরে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে প্যাঁচানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক নুর ইসলামের বিরুদ্ধে মামলা পূর্বক মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ সোনার বারগুলো মেহেরপুর ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com