নালিতাবাড়ী (শেরপুর) : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের উত্তর বাজার এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা যুবলীগের আহবায়ক ও মেয়র প্রার্থী হাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহবায়ক ফায়সাল উদ্দিন সরকার, যুবলীগ নেতা হাফিজুল ইসলাম জুয়েল, বাবলু মিয়া, মোস্তফা কামাল, মশিউর রহমান মজনু, এমদাদুল হক হাসান, রুকুনুর রহমান বাচ্চুসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেন। মিছিলে তারা সারাদেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের প্রতিবাদ জানান।