নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্যালুচালিত তিনটি ড্রেজার ধ্বংস করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ভোগাই নদীর গোবিন্দনগর ও জামিরাকান্দা (রাবারড্যাম) এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় ব্যবসায়ী ভোগাই নদীর গোবিন্দনগর ও জামিরাকান্দা রাবারড্যাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম ব্যাটালিয়ন আনসার সঙ্গে নিয়ে ওইসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় শ্যালুচালিত তিনটি ড্রেজার ধ্বংস করা হয়। তবে বিষয়টি টের পেয়ে মুহূর্তেই বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়।