মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানের উদ্যোগে করোনার দ্বিতীয় ধাপে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর ) ১১টায় ঝিনাইগাতী থানা মোড় এলাকায় আগত পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় ওসি পথচারীদের নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন এবং করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পথচরীদের মধ্যে সচেতনতামূলক পরামর্শ দেন।
মাস্ক বিতরণকালে সার্বিক সহযোগিতা করেন- ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি শেরপুর) জোন লিডার আসাদ মিয়াসহ অন্যান্য স্বেচ্ছাসেবী কর্মীগণ। এসময় আরো উপস্থিত ছিলেন- ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ফারুক আহম্মেদ, আওয়ামী লীগ নেতা মোঃ দুলাল মিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।