শেরপুর : শেরপুর শহরের নৌহাটা মহল্লায় পুকুর থেকে ভাসমান অবস্থায় সাত মাস বয়সী শিশু আরাফাত তাহসিন এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২ ডিসেম্বর) সকাল আটটার দিকে ওই মহল্লার শাহ আলম এর পুকুর থেকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তবে পলাতক রয়েছে শিশুর মা নুরুন্নাহার।
পুলিশ জানায়, শেরপুর পৌরসভার মধ্য নৌহাটা মহল্লার আবু সামার সাত মাস বয়সী শিশু আরাফাত তাহসিনের লাশ পার্শ্ববর্তী শাহআলম এর পুকুরে সকাল আটটার দিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে শিশুর মা নুরুন্নাহার পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, শিশুটির মা-ই তাকে হত্যা করে কিংবা হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলেছে।