নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর নাম প্যানেল করে প্রস্তাবনা পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী দলীয় বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির নীতিনির্ধারণীরা।
জানা গেছে, তৃণমূূল ভোটে দলীয় প্রার্থী বাছাই না করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠক বৃহস্পতিবার সকাল দশটায় দলীয় কার্যালয়ে আহবান করা হয়। এর আগে দলের পক্ষ থেকে মেয়র প্রার্থীদের আবেদন চেয়ে নোটিশ জারি করে দলটি। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর চলে দলের বৈঠক। বাইরে চলে প্রত্যেক প্রার্থীর সমর্থকদের অধীর আগ্রহ আর টানটান নির্বাচনী উত্তেজনা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বৈঠকের নির্দিষ্ট সময়ের মধ্যে দলীয় প্রার্থীতা চেয়ে আবেদন করেন বর্তমান মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, শহর আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বকুল, আওয়ামী লীগের সাবেক নেতা রমজান আলী, দেশরতœ ছাত্রঐক্য পরিষদের সভাপতি তাইবুর রহমান রুবেল, সাবেক ছাত্রনেতা তোফায়েল আলম। তবে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও কৃষিবিদ বদিউজ্জামান বাদশা সমর্থিত আতিকুর রহমান মানিক দলীয় প্রার্থীতা চেয়ে আবেদন করেননি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দলীয়ভবে তাকে জানানো হয়নি। এতাবস্থায় তিনি জেলা কমিটির কাছে আবেদন করবেন বলেও জানান।
এদিকে আবেদনকারী ৯ প্রার্থীর মধ্যে বর্তমানে আওয়ামী লীগের সাথে কোনপ্রকার সম্পৃক্ততা না থাকায় রমজান আলী, তাইবুর রহমান রুবেল ও তোফায়েল আলমের আবেদন প্যানেল থেকে বাদ দেওয়া হয়। এছাড়া যথাক্রমে হাবিবুর রহমান ডিপু, আবু বক্কর সিদ্দিক, মোকলেছুর রহমান, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম বকুল ও আব্দুল লতিফ এ ৬ প্রার্থীর নাম প্যানেল করে প্রস্তাবনা তৈরি করা হয়।