স্টাফ রিপোর্টার : বাল্যবিয়ে পড়ানোর দায়ে শাস্তি থেকে বাঁচতে প্রশাসনের দেওয়া শর্ত অনুযায়ী নিজে মাইকিং করে উপজেলার প্রতিটি ইউনিয়নে টানা সাতদিন বাল্যবিয়ে না পড়ানোর ঘোষণা এবং কাজী পরিচয় না দেওয়ার অঙ্গীকার করে বেড়াচ্ছেন বাছেত মিয়া নামে এক কাজী সহকারী। পাশাপাশি ১০ হাজার টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকাও দিয়েছেন আব্দুল বাছেত (৪৫)। অভিনব এমন শাস্তি মাথা পেতে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়।
জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার ৬নং হাতীবান্ধা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) জাহাঙ্গীর আলমের সহকারী পরিচয় দানকারী সুরিহারা গ্রামের আব্দুল বাছেত গত ৭ অক্টোবর বুধবার রাতে ঝিনাইগাতির পাগলারমুখ এলাকায় একটি বাল্যবিয়ে পড়াতে যায়। এসময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বিয়ে বাড়িতে উপস্থিত হন। কিন্তু বিষয়টি আঁচ করতে পেরে প্রশাসন ওই বাড়িতে পৌছানোর আগেই পালিয়ে যায় আব্দুল বাছেত। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ এলাকায় মাইকিং করে আব্দুল বাছেতকে তার কার্যালয়ে সশরীরে বিয়ে রেজিস্ট্রির ভলিউমসহ যোগাযোগ করতে আহবান করেন।
এরপর বেশকিছুদিন গা ঢাকা দেওয়ার পর গত রবিবার (৬ ডিসম্বের) আব্দুল বাছেত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়। এসময় বাল্যবিয়ে পড়ানোর দায়ে দন্ডবিধি অনুযায়ী জেল-জরিমানা অন্যথায় টানা সাতদিন নিজে মাইকিং করে প্রতিটি ইউনিয়নে বাল্যবিয়ে না পড়ানোর অঙ্গীকারের পাশাপাশি কাজটি অনৈতিক বলে প্রচারণা এবং একশ টাকা মূল্যের মোট একশটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা প্রদানের শর্তারোপ করা হয়। এতে বাছেত মিয়া সম্মত হয়ে সোমবার থেকে বাল্যবিয়ে অনৈতিক জানিয়ে নিজে বাল্যবিয়ে না পড়ানোর অঙ্গীকার এবং নিজেকে কাজী পরিচয় দান থেকে বিরত থাকার ঘোষণা দিতে শুরু করে। টানা সাতদিন উপজেলার সাত ইউনিয়ন ঘুরে নিজে মাইকিং করে এ ঘোষণা দেবে আব্দুল বাছেত। প্রশাসনের এমন অভিনব শাস্তিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঝিনাইগাতিজুড়ে।