1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

ফিলিস্তিন ইস্যুতে ফের পাশে থাকার অঙ্গীকার সৌদি মন্ত্রীপরিষদের

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ইস্যুতে পুনরায় পাশে থাকার কথা জানিয়ে এটিকে আরব দেশগুলোর প্রধান ইস্যু বলে আখ্যায়িত করেছে সৌদির মন্ত্রীপরিষদ। গতকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত মন্ত্রীপরিষদের এক সভায় বলা হয়,  সৌদির প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের সময় থেকে ফিলিস্তিন ইস্যু রক্ষায় দেশটি কখনো পিছু হটেনি। সৌদির প্রেস এজেন্সি এখবর নিশ্চিত করে।

সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদের ভার্চুয়াল সভায় বলা হয়, ‘ফিলিস্তিন ইস্যু এখনও সৌদি পররাষ্ট্রনীতির প্রধান ইস্যু হিসেবে বিদ্যমান। এছাড়া ২০০২ সালে সৌদির প্রস্তাবিত আরব শান্তি উদ্যোগের আলোকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে সৌদির গণমাধ্যম বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ড. মাজিদ আল কাসাবি জানান, ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েলের নতুন বসতি স্থাপন বন্ধ করতে জোরাল আহ্বান জানিয়েছে মন্ত্রীপরিষদ। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং টেকশই শান্তি প্রতিষ্ঠার প্রধান অন্তরায়।’

এর আগে গত রবিবার ইতালির সংবাদ মাধ্যম লারিপাবলিকা-কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান, আমরা সব সময় স্বাভাবিক সম্পর্ককে সমর্থন করি। তবে অন্যান্য দেশের মতো ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক সম্পর্ক নিশ্চিত করতে আগে ইসরায়েল-ফিলিস্তিন সমঝোতায় আসা প্রয়োজন। আমরা এটিকে চুক্তির প্রধান শর্ত বলে মনে করি।’

তাছাড়া সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজজিজ অনেক বারই ফিলিস্তিন ইস্যুর প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন। ফিলিস্তিনের শরণার্থী ও জেরুজালেমের ন্যায্য সমাধান না করে মধ্যপ্রাচ্যে কোনো শান্তি পরিকল্পনার প্রতি সৌদির সমর্থন নেই বলে জানিয়েছেন তিনি।

সূত্র : সৌদি গেজেট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com