1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

ডলারের বদলে অভিন্ন মুদ্রা ব্যবহারে একমত মালয়েশিয়া-ইরান

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে অভিন্ন এক মুদ্রা ব্যবহারে ইরানি প্রস্তাবে রাজি হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক ক্ষেত্রে মুসলিম দেশগুলোর অভিন্ন ডিজিটাল বাজার গঠনের যে প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাতে সমর্থন দিয়েছেন।

মাহাথির বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার শিকার দেশগুলো ডলার ব্যবহার করলে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে; তাই আমরা এক্ষেত্রে নিজস্ব মুদ্রা বা অভিন্ন মুদ্রা ব্যবহার করতে পারি।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে মালয়েশিয়া মুসলিম এই দেশটির বিশাল বাজারে শরিক হতে পারছে না বলে মাহাথির সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

কুয়ালালামপুর বৈঠক শুরুর আগে গত বুধবার প্রেসিডেন্ট রুহানির সঙ্গে এক বৈঠকে তিনি বলেছেন, মার্কিন চাপের মোকাবেলায় ইরানের সরকার ও জনগণের প্রতিরোধ মালয়েশিয়ার ওপর প্রভাব ফেলেছে।

বৃহস্পতিবার ভোরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কুয়ালালামপুর শীর্ষ সম্মেলন-২০১৯ শুরু হয়েছে। চার দিনের এ সম্মেলনে ইরান, তুরস্ক ও কাতারের শীর্ষ নেতৃবৃন্দসহ মুসলিম বিশ্বের কয়েক’শ নেতা যোগ দিয়েছেন। পার্সট্যুডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com