1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

বিএসএফ এর বাঁধায় আটকে রয়েছে হালুয়াঘাট সীমান্তে রাস্তার নির্মাণকাজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তের বাংলাদেশের সীমানায় জিরো পয়েন্ট সংলগ্ন প্রায় ১৪৬ মিটার রাস্তার নির্মাণকাজ দীর্ঘ দুই মাস যাবত বন্ধ রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাঁধার কারণে রাস্তা পাকা করণের এ কাজটি বন্ধ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জানা গেছে, গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর হয়ে সীমান্ত সড়ক খ্যাত ময়মনসিংহের সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে সরকারী অর্থায়নে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ ২৪ হাজার ২৭২.৬৪ টাকা ব্যয়ে রাস্তাটির নির্মাণকাজ চলছিল। কিন্তু বাংলাদেশের সীমানায় জিরো পয়েন্ট এলাকায় প্রায় ১৪৬ মিটার রাস্তার কাজ করতে গেলে বাঁধা দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফলে বন্ধ রয়েছে ওই অংশের নির্মাণকাজ।
বিষয়টি নিশ্চিত করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জন্মভূমি নির্মাতার (জন) স্থানীয় প্রতিনিধি নাদিম আহমেদ বলেন, বিএসএফের বাঁধার কারণে প্রায় দুই মাস যাবত মেইন পিলার ১১২৪ এর ৪ এস পয়েন্ট সংলগ্ন প্রায় ১৪৬ মিটার রাস্তার নির্মাণকাজ বন্ধ রয়েছে। তবে তিনি বলেন, বিএসএফ ওই অংশটুকু নির্মাণ করতে না দিলেও রাস্তার অন্যান্য কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সিইও তৌহিদুল ইসলাম জানান, আমরা ৫৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে চিঠি দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই আমরা আমাদের চিঠির উত্তর পাব।
ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, বিজিবি’র মাধ্যমে বিএসএফ পর্যায়ে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com