ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় জব্দ করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার তিনানী বাজার থেকে পিকআপ ভ্যানসহ মাদক জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, পিকআপ ভ্যানে করে ভারত থেকে চোরাই পথে ভারতীয় মদ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ডিবি পুলিশের একটি দল তিনানী বাজারে সড়কে গাছ ফেলে রাস্তা বেড়িকেট দেয়। রাস্তায় বেড়িকেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ফেলে পালিয়ে যায় এর চালক। এসময় ১৩২ বোতল ভারতীয় মদসহ পিকআপ ভ্যানটি জব্দ করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় পৌণে দুই লাখ টাকা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।