জয়পুরহাট: জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সদরের পুরানপৈল রেলগেটে উত্তরা এক্সপ্রেস একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে ১০ জন নিহত হন। আহত হন ছয় জন।
স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
দুর্ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম। ঘটনাস্থল থেকে তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।