1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভিকারুননিসায় অনলাইনে ভর্তি আবেদন শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ভর্তি করা হবে। রোববার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্কুলের ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন করা যাবে।

এছাড়া, সন্তানের আবেদন ফরমে অভিভাবকের স্বাক্ষরযুক্ত করতে বলা হয়েছে। প্রার্থীর নিবন্ধনকৃত পূর্ণ নাম এবং সনদপত্র অনুযায়ী বাবা-মায়ের পূর্ণ নাম উল্লেখ করতে হবে। ভর্তি হওয়ার পর ছাত্রী বা তার অভিভাবকের নাম অথবা নামের কোনো অংশ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর জন্মনিবন্ধনের সত্যায়িত ফটোকপিসহ বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে।

অনলাইনে আবেদনপত্রের জন্য ১৫০ টাকা ও অনলাইন সার্ভিস চার্জ হিসেবে আরও ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থ মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের মাধ্যমে দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com