1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

নৌকাবাইচ প্রতিযোগিতা দিয়ে বান্দরবানে ক্রীড়া মেলা শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বান্দরবান : বান্দরবান সাঙ্গু নদে নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হয়েছে সাপ্তাহব্যাপী ক্রীড়া মেলা। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন নারী-পুরুষ ১৮ টি দল। তার মধ্যে নারী দল রয়েছে ৭টি। এতে পুরুষ দলে প্রথম স্থান অধিকার করেছেন কালাঘাটা দুর্গা মন্দির দল ও নারী দলে প্রথম স্থান অধিকার করেছে মারমা বাজার দল।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্যদিয়ে সাপ্তাহব্যাপী এই ক্রীড়া মেলা চলতি মাসের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই নৌকা বাইচ প্রতিযোগিতার উপভোগ করতে সাঙ্গু নদীর চরে আশপাশের বাড়ির ছাদ ও জানালা, অনেকে রেলিংয়ে উঠে হাজারো মানুষ, বিদেশি পর্যটকেরাও এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। অনুষ্ঠানের মাত্রাকে বাড়িয়ে দিতে পাহাড়ে বম ও মার্মা জনগোষ্ঠীর নৃত্য পরিবেশ করা হয়।

সপ্তাহব্যাপী ক্রীড়া মেলায় সাঙ্গু নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ছাড়াও রাজার মাঠে ফুটবল, বলিখেলা, কাবাডি, তৈলাক্ত বাঁশ আরোহন, মহিলাদের এ্যাথলেটিক্স, ঈদগাহ মাঠে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ, জিমনেসিয়ামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও টেবিল টেনিসসহ ৯টি খেলার ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, বান্দরবান সদর জোনের লে. কর্ণেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য এডভোকেট উবাথোয়াই মার্মা, আবুল কালাম আজাদ ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com