আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে চরম উদ্বেগের অবসান ঘটিয়ে মার্কিন কংগ্রেসের যৌথসভায় জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি শপথ নিতে আর কোনো বাধা নেই নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়, পেনসিলভেইনিয়া ও আরিজোনা রাজ্যের ভোট নিয়ে রিপাবলিকানদের তোলা আপত্তি সেনেট ও প্রতিনিধি পরিষদ, কংগ্রেসের এই উভয়কক্ষ প্রত্যাখ্যান করার পর ইলেকটোরাল ভোটের ফলাফল অনুমোদন দেওয়া হয়।
এদিকে, শপথের আগেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি উঠেছে। পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর, সহিংসতায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। সংঘাত এড়াতে জারি করা কারফিউ চলবে আগামী ১৫ দিন।