আন্তর্জাতিক ডেস্ক : শপথ নেওয়ার পর দ্বিতীয় দিন (২১ জানুয়ারি) ১০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে নভেল করোনাভাইরাসে মৃত্যু পাঁচ লাখ ছাড়ানোর আশঙ্কা করে তিনি কোভিড-১৯ বাস্তবতাকে ‘যুদ্ধকালীন পরিস্থিতি’ বিবেচনা করছেন।
যুক্তরাষ্ট্রে জনজীবন ওলটপালট করে দেওয়া মহামারি করোনার প্রকোপ নিয়ন্ত্রণে শপথের দ্বিতীয় দিনে ১০ দফা নির্দেশনার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট। মূলত টিকাদান ও নমুনা পরীক্ষা ব্যাপকহারে বৃদ্ধি এবং মাস্কসহ জরুরি পণ্যের উৎপাদন বাড়ানো হবে। বিবিসির খবরে এসব কথা জানানো হয়েছে।
আগামী ১০০ দিনের মধ্যে স্কুল খোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর এই সময়ের মধ্যে অন্তত ১০ কোটি মানুষকে দেওয়া হবে করোনার টিকা। এজন্য স্টেডিয়াম ও কমিউনিটি কেন্দ্রগুলোকে টিকাদান কেন্দ্র বানানো হবে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে করোনা নেগেটিভ সনদ লাগবে এবং যুক্তরাষ্ট্রে ঢুকে ১৪ দিনের নিজস্ব কোয়ারেন্টাইনে পালন করতে হবে।
বিমানবন্দর, ট্রেন স্টেশন, বাস টার্মিনাল, সব সরকারি স্থাপনা ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক হচ্ছে।
টিকা ও ব্যক্তিগত সুরক্ষাপণ্য উৎপাদনে প্রতিরক্ষা উৎপাদন আইনের ব্যবহার করার কথা বলা হয়েছে। ট্রাম্পও গত বছর এই আইনের ব্যবহার করেন।
প্রেসিডেন্টের নির্বাহী আদেশ কংগ্রেসে পাস হওয়া লাগে না। তবে এই নির্দেশনা বাস্তবায়নের অধিকাংশ অর্থ আসবে বাইডেনের বিশালাকার ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ থেকে। ওই প্রণোদনা প্যাকেজ কংগ্রেসের উভয় কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে পাস হতে হবে।
‘শক্ত বাস্তবমুখী পদক্ষেপ’ নেওয়া হচ্ছে জানিয়ে বাইডেন বলেন, ‘এটা সস্তায় হবে না। পরিষ্কার করে বলতে চাই, পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত ব্যাপক কড়াকড়ি থাকবে।’
বাইডেন জাতীয়ভাবে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। জাতীয়ভাবে কার্যক্রম পর্যবেক্ষণে একটি অফিসও খোলা হচ্ছে। অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গরাজ্য সরকারের ওপর ভালো-মন্দ সিদ্ধান্তের এখতিয়ার দিয়ে রেখেছিলেন। করোনা নিয়ন্ত্রণে ট্রাম্পকে ব্যর্থ হিসেবে সমালোচনা করছেন অনেকেই। এ পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রের ৪ লাখ ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে প্রায় ২ কোটি ৪৫ লাখ মানুষ।