বাংলার কাগজ ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা। তাই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা সবাইকে অটোপাস করিয়ে দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থী আগের মতোই নম্বরপত্র (মার্কশিট) পাবেন। তাদের সনদও দেবে শিক্ষা বোর্ডগুলো। খুব শিগগিরই শিক্ষার্থীদের নম্বরপত্র শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।
সোমবার (১ ফেব্রুয়ারি) মুঠোফোনে রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস ছালাম।
গত শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসিতে অটোপাসের ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এবার এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই পাস করেছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন।