আন্তর্জাতিক ডেস্ক : সোমবার মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটেছে। ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি-সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে বন্দি করে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী।
এই ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থানরত লাখ লাখ রোহিঙ্গার ভবিষ্যতে পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মতে সেনা অভ্যুত্থানের ফলে রাখাইন রাজ্যে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি আরো খারাপ হবে।