কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেশীয় তৈরি ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দমদমিয়া গ্রামের ওমরখাল ব্রিজের পাশে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের মৃত আমির হোসেনের ছেলে ছৈয়দ হোসেন (৫৫) ও মুচনি রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আজিজুল হকের ছেলে বদি আলম (২০)।
উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, ওমরখাল ব্রিজ সংলগ্ন নুর হাসেমের বাড়ির সামনে কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থান করছে- এমন খবরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে ১০ জন পালিয়ে যায়। তখন ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। বস্তা দুটি খুলে দেশীয় তৈরি ১০টি বন্দুক পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।