1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

কাঁচপুরে বাসচাপায় নিহত ৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে সড়ক পারাপারের সময় যাত্রীবাহী দুই বাসের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাড়কের কাঁচপুর ব্রিজের নিচে বাসস্ট্যান্ডে এ দুর্টঘনা ঘটে।

নিহতরা হলেন- টাইলস মিস্ত্রি আবু সিদ্দিক, অহিদুল ইসলাম ও ব্যবসায়ী সজিব সরকার।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুপুরে কাঁচপুর ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় ব্রিজের নিচে একটি বাস দাঁড়িয়ে ছিল। কয়েকজন পথচারী সেই বাসের পিছন দিয়ে রাস্তা পার হতে যান। সেসময় আরেকটি দাঁড়িয়ে থাকা বাসটির পিছনে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝ পড়ে ওই ব‌্যক্তিদের ঘটনাস্থলেই মৃত‌্যু হয়।

তিনি বলেন, ‘নিহতদের লাশ কাঁচপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। পুলিশ ঘাতক বাস ও এর চালককে আটকের চেষ্টা করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com