নকলা (শেরপুর): শেরপুরের নকলায় ২০২০-২০২১ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত ডায়মন্ড জাতের আলুর প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইস্কা এলাকায় কৃষিসম্প্রাসরণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (৭ফেব্রুয়ারী) বিকেলে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মো. মোয়াজ্জেম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।