শ্রীবরদী (শেরপুর) : চতূর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ফ্রেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের মধ্যবাজারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরি লাদেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য রেমন্ড আরেং।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ আলী লাল এবং আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।