রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় গাছে বেঁধে এক যুবককে নির্যাতনের আলোচিত ভিডিও ভাইরালের ঘটনায় অভিযোগে ইউসুফ ও ইলিয়াস নামের ২ যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ও সোমবার দিনব্যাপী মহিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের তথ্যনুযায়ী কুয়াকাটা পৌরসভার মোথাউপাড়ার ঘটনা স্থান থেকে নির্যাতনের লাঠি ও রশি উদ্ধার করেছে। এসময় রাখাইন পাড়া থেকে দেশীয় মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করে। ঘটনার ৪ দিনেও নির্যাতনের শিকার রায়হানকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও নির্যাতিত রায়হানের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান পাশ^বর্তী তালতলী এলাকায় তার শ্বশুরবাড়ি রওয়ান দিয়ে শুক্রবার বিকেলে ফেইসবুকে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিও দেখে নিজ পুত্রকে সনাক্ত করেন পিতা আবুল কাশেম। রবিরার রাতেই তিনি ৯ জনের নাম উল্লেখ করে ৪ জনকে অজ্ঞাত আসামি করে মহিপুর থানায় অপহরন মামলা দায়ের করেন তিনি। পুলিশ রাতেই ইউসুফ নামের এক যুবককে আটক করে তার তথ্যের ভিত্তিতে সোমবার দিনভর অভিযান চালিয়ে ইলিয়াস নামের আরো ১ যুবককে আটক করেন। ঘটনাস্থল থেকে নির্যাতনের লাঠি ও রশি উদ্ধার করা হয়। নির্যাতনের শিকার ও নিখোঁজ ওই যুবকের বাড়ি মহিপুর বন্দরে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ওসি (তদন্ত) মো: মিজানুর রহমান বলেন, আটককৃত ইলিয়াসের তথ্যের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করা হয়েছে এবং আরেক পাশের রাখাইন পাড়া থেকে দেশি মদ তৈরির উপকরণ আটক করা হয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ২ জনকে আটক করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।