নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় অভিযুক্ত রহিম মিয়া (১৮) ও তার মা সাজেদা বেগমকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৌর শহরের দড়িপাড়া এলাকা থেকে জড়িত ওই দুইজনকে গ্রেফতার করা হয়। পরে আজ বুধবার তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, রহিম মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে মাসের পর মাস ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় একই এলাকার প্রতিবেশি তের বছর বয়সী কিশোরীর সাথে। ফলে গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী। এতে কিশোরীর মা একাধিকবার রহিম ও তার মা সাজেদা বেগমকে বিয়ের কথা বললে সময় ক্ষেপণ করে অভিযুক্তরা। একপর্য্ােয় সোমবার দিবাগত গভীর রাতে কিশোরী মৃত সন্তান গর্ভপাত করলে রাতেই ওই সন্তানকে মাটিচাপা দেওয়ার চেষ্টা করে কিশোরীর পরিবার।
এদিকে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে সংবাদ পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে এবং অভিযুক্তদের আটক করে। এ নিয়ে স্থানীয়দের মাঝে সমালোচনার ঝড় বইছে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষণ, ধর্ষণে সহায়তা এবং ধামাচাপা দেওয়ার অভিযোগে ভুক্তভোগী কিশোরী নকলা থানায় মামলা করেছে।