নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালী থেকে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলনকালে বালুচাপায় রিপন মিয়া (৩৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধ সত্বেও নদী তীরবর্তী সমতল বোরিং করে বালু উত্তোলন করছিল স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী। সন্ধ্যা সাতটার দিকে প্রায় ৩০ ফুট গভীর থেকে বালু উত্তোলনকালে গর্তের পাড় ধ্বসে ভূ-গর্ভে চাপা পড়ে বালু শ্রমিক রিপন মিয়া। পরে তড়িঘড়ি করে অন্য শ্রমিকরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়। আটটার দিকে বালু শ্রমিক রিপন চাপা পড়ার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গর্তের পানি অপসারণ করে নিহত শ্রমিক রিপনকে উদ্ধারের চেষ্টা চলছিল। রিপন পার্শ্ববর্তী আন্দারুপাড়া গ্রামের হরমুজ আলীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর তীরে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত (রাত নয়টা) চাপা পড়া মরদেহের সন্ধান পাওয়া যায়নি।