এন এ জাকির, বান্দরবান : আসন্ন ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচন উপলক্ষে আগামীকাল বান্দরবানের ১৩টি কেন্দ্রে ইভিএম মেশিনে মগ ভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে পৌর নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকতাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার এ তথ্য জানান।
নির্বাচন অফিস জানায়, বান্দরবান পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে প্রথমবারের মত ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ভোটারদের সুবিধার জন্য কিভাবে ভোট দিতে হবে তা পরীক্ষা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌর এলাকার ১৩টি কেন্দ্রে মগ ভোট বা ডামি ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। স¦-স্ব ওয়ার্ডের ভোটাররা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিনে ভোট দিতে পারবে।
জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, পৌর এলাকার ১৩টি কেন্দ্রে মগ ভোটের ব্যবস্থা করা হয়েছে। বান্দরবানে প্রথম ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অনেকে এ সম্পর্কে জানেন না। তাই ভোটাররা যাতে ভোট দিতে গিয়ে কোন সমস্যায় না পড়েন সে জন্য এ ভোটের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২টি করে ইভিএম মেশিন থাকবে। ভোটাররা নিজ নিজ কেন্দ্রে গিয়ে মগ ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৮১টি বুথে ভোটগ্রহণ করা হবে। সে লক্ষ্যে ইতিমধ্যে ১৩জন প্রিজাইডিং কর্মকর্তা, ৮১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১৬২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। বান্দরবান পৌর এলাকায় মোট ভোটারের সংখ্যা ২৯ হাজার ৭ শত ২৯ জন।