নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে বৃহস্পতিবার (১১ ফেব্র“য়ারী) সকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন পোড়াগাঁও ইউনিয়নে করোনাকালীন কর্মহীন হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বারমারী এলাকার হতদরিদ্র ৯২টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন স্থানীয় পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল- আতপ চাল, ডাল, লবণ, চিনি, চিরা, তেল ও নুডলস।
এসময় সমাজ সেবক জামিল আহমেদ বাবুল, ইব্রাহিম মিয়া, শিক্ষক আব্দুল মান্নান, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান, স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ ও যুব লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন