নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ছাগলে সুপারি গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আজি মিয়া নামে পঞ্চান্ন বছর বয়সী একজন নিহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজি একই গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত নিহত আজি মিয়া গংদের সাথে প্রতিবেশি ইসমাইল, লিখন, সজিব, মজিদ, শওকত গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে প্রতিবেশি ইসমাইলের ছাগল আজি মিয়ার সুপারি গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে তর্কের এক পর্যায়ে দু’পক্ষ লাঠিশোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধাক্কায় আজি মিয়া মাটিতে পড়ে গিয়ে মারা যায়।
এছাড়াও আহত হয় নিহতের মেয়ে আফরোজা বেগম।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠায় এবং জড়িতের অভিযোগে শিখা বেগম (২১) ও ইতি বেগম (৪৫) কে গ্রেফতার করে।