রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা বঙ্গোপসাগরে নৌ-পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ৪ কোটি ফাইস্যা রেনু পোনা ও অবৈধ কারেন্টজালসহ ৪ জেলেকে আটক করেছে । এসময় একটি ট্রলার, ২০ হাজার মিটার রেনু ধরা জাল জব্দ করে।
গত বৃহস্পতিবার বিকেলে চরবিজয় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পোনা মাছ আটক করে পরবর্তীতে এসব পোনা মাছ বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে এবং এছাড়া আটককৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এ এস আই কামরুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব পোনা মাছ আটক করা হয়েছে এবং উপকূলীয় নৌ-পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।