1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

শ্রীবরদীতে রাতের আঁধারে তোলে নিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে আব্দুল মজিদ (৩৫) নামের এক ব্যক্তিকে রাতের আঁধারে রাস্তা থেকে তোলে নিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গড়জরিপা ইউনিয়নের বন্ধ ঘোরজান গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল মজিদ ওই গ্রামের রুস্তম আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আটটার দিকে বাড়ি থেকে কালীবাড়ি বাজারে যাওয়ার পথে বন্ধ ঘোরজান গ্রামে পাকা সড়কের পাশে কতিপয় দূর্বৃত্ত জনৈক মোহাম্মদ আলী মাস্টারের বাঁশ ঝাড়ে জাম গাছের সাথে রশি দিয়ে বেঁধে শারিরিক নির্যাতন চালায় মজিদের উপর। পরে তার সাথে থাকা ৩০ হাজার ৫শ টাকা নিয়ে চলে যায় নির্যাতনকারীরা। এর কিছুক্ষণ পর স্থানীয় নূর ইসলাম, আব্দুল জলিল, নবী হোসেন, আহাম্মদ আলী ও সাইফুল ইসলামসহ অন্যরা কালীবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে বাঁশ ঝাড়ের মাঝে গোঙানীর শব্দ শুনতে পান। পরে তারা এগিয়ে গেলে আব্দুল মজিদকে গাছের সাথে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় দেখতে পেলে মজিদকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠান তারা। সেখান থেকে আহত মজিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসা শেষে বাড়িতে ডাক্তারী পরামর্শে বিশ্রামে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আহতের বাবা রুস্তম আলী বাদী হয়ে একই গ্রামের মিলন মিয়া (২৫), নূর হোসেন, হাসমত আলী ও নূর মোহাম্মদসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে নূর হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, মজিদের সাথে আমাদের পূর্ব শত্রুতা থাকায় অন্য কোন পক্ষ আমাদের ফাঁসাতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই নূর উদ্দিন বলেন, অভিযোগের বিষয়ে সরেজমিন পরিদশর্নসহ এলাকাবাসী, উদ্ধারকারী ও স্বাক্ষীদের সাথে কথা বলেছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com