1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

শেরপুর ও শ্রীবরদী দুই পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী বিজয়ী

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর : প্রথম শ্রেণির পৌরসভা শেরপুর ও জেলার দ্বিতীয় শ্রেণির শ্রীবরদী পৌরসভার ১৪ ফেব্রুয়ারি চতূর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- শেরপুর পৌরসভার বর্তমান মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও শ্রীবরদীতে আওয়ামী লীগ সদস্য সোহাম্মদ আলী লাল।
সন্ধ্যায় রির্টার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারীভাবে শেরপুর পৌরসভার ৩৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন নৌকা প্রতীকে ২৯ হাজার ৬৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী মামুন রশিদ পলাশ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৭৯৬ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম আধার জগ প্রতীকে ৭ হাজার ২৫৫ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী আরিফ রেজা চামচ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫২০ ভোট। তবে অন্য একটি কেন্দ্রের ফলাফল যান্ত্রিক ত্রুটির কারণে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি।
অন্যদিকে শ্রীবরদী পৌরসভার ৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে মোহাম্মদ আলী লাল ৬ হাজার ৯৯০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল হাকিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪২ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com